রাজনৈতিক অস্থিরতা এই উপন্যাসের পটভূমি।বাংলার এক লোকসভাকে কেন্দ্র করেই চরিত্রগুলির চলাচল। উপন্যাসের নায়ক সুগত, রাজনীতির প্রতি ভালোবাসা তাঁর বাপ-ঠাকুরদার থেকেই পাওয়া। সেই আমলে একবার তাদের লোকসভায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি-ও আসেন ভোটের মরসুমে। বিরোধীপার্টির এবং নিজের দলের কিছু নেতার চক্রান্তে একসময় জেলে যেতে হয় সুগতকে। অবশ্য কিছুদিন পর ছাড়াও পায় সে। তারপর এমন কী হল যে যার ফলে পার্টি সুপ্রিমোকে ছুটে যেতে হল তাঁদের কেন্দ্রে এবং ঘোষণা করতে হল আগামী বিধানসভা নির্বাচনে সুগত-র স্ত্রী ইন্দ্রাক্ষী হবে প্রার্থী। একজন নেতার বেড়ে ওঠা এবং তার সুখ-দুঃখের অসংখ্য ঘটনা ধারণ করে আছে এই উপন্যাস।
Your Name:
Your Review:
Note: HTML is not translated!
Rating: Bad Good
Copyright © 2014 Dokandar Developed By Dipayan Biswas