সালমা সিদ্দিকার জাদুকরী কলমে লেখা “ভ্রান্তিকাল”। প্রবাল, শুভ্রা, সুমনা, সোহান, শুভ্রার বাবা, ভাই ইত্যাদি চরিত্রের মধ্য দিয়ে গল্পে দেখানো হয়েছে সমসময়ের সম্পর্কগুলোর দুর্বলতা আর কমিটমেন্টহীনতা। প্রতিশোধের নেশা বুকের গভীরে লুকিয়ে রাখা সোহান এই থ্রিলারের কেন্দ্রীয় চরিত্র। বিনা চিকিৎসায় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। বাবার স্বপ্নভঙ্গের প্রতিশোধ। সেই প্রতিশোধ পূর্ণ করতে নাজমুল খানের কন্যা শুভ্রাকে বিয়ে করে সে। এর জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতি দরকার হয় তার। উপন্যাসের কাহিনি ছড়িয়ে পড়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায়।
শুভ্রার বাবা এক নিরাবেগ, নিষ্ঠুর, নির্মম মানুষ। শুভ্রা যেন চিরকাল তার বাবা আর স্বামীর হাতের পুতুল থেকে গেল। পাঠকের মায়া জাগে তার প্রতি।
নানান জটিল হিসাব নিকাশ, ইঞ্জিনিয়ারিং, হ্যাকিং, হত্যা, পরকীয়া, প্রতিশোধ, টুইস্ট, রহস্য, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে জমজমাট রুদ্ধশ্বাস থ্রিলার ভ্রান্তিকাল।
Your Name:
Your Review:
Note: HTML is not translated!
Rating: Bad Good
Copyright © 2014 Dokandar Developed By Dipayan Biswas